ভারী বর্ষণে নেপালের বিভিন্ন এলাকায় ভূমিধসের ঘটনায় শিশুসহ অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম পিটিআই এ খবর নিশ্চিত করে। পুলিশ জানায়, শুক্রবার তুমুল বৃষ্টির সময় বিভিন্ন এলাকায় ভূমিধসের ঘটনা ঘটলে এ প্রাণহানি হয়।
এ ঘটনায় অনেকেই নিখোঁজ রয়েছেন। টানা ৪৮ ঘণ্টার বৃষ্টিতে দেশটির নদীগুলোর পানি ফুলেফেঁপে উঠেছে। এতে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি