যুক্তরাষ্ট্রে প্রতি সপ্তাহে অনন্ত পাঁচ লাখ নতুন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছেন।
বৃহস্পতিবার দ্য কোভিড ট্র্যাকিং প্রকল্পের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, টানা চতুর্থ সপ্তাহের মতো দেশটিতে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী রয়েছে এবং চলতি সপ্তাহে সেখানে প্রায় ৪ লাখ ৩৫ হাজার নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
গত বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৬ হাজারেরও বেশি মানুষ।
অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা এবং টেক্সাসসহ বড় রাজ্যগুলোতে করোনার সংক্রমণ বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং আগামী সপ্তাহগুলোতে আরও অনেক রাজ্যে করোনার প্রকোপ ও মহামারিজনিত মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
গত সপ্তাহের তুলনায় এ সপ্তহে দেশটিতে করোনায় মৃত্যুহার ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিনহুয়া। সূত্র: ইউএনবি