করোনা ভাইরাস থেকে মুক্তি কীভাবে, এখনও সেই দিশা দেখা যায়নি। তবে প্রতিনিয়ত সেই ভাইরাসকে চ্যালেঞ্জ জানিয়ে বাঁচার লড়াই চালিয়ে যেতে হচ্ছে মানুষকে। এবার প্রকাশ্যে এল করোনা সংক্রমণের ৬টি টাইপ। সবার আক্রান্ত হওয়ার সমস্যা একই নয়। তাই গবেষকরা খুঁজে বের করে দেখেছেন মোট ৬ ধরনের রোগী হতে পারে।
লন্ডনের কিংস কলেজের একটি টিম এই ৬ ধরনের সংক্রমণের তালিকা তৈরি করেছে। কাদের ক্ষেত্রে হাসপাতালে যাওয়া প্রয়োজন, কাদের নয়, সেই উল্লেখও রয়েছে।
কী সেই ৬ ধরনের সংক্রমণ?
১. জ্বর নেই, ফ্লু-এর মত উপসর্গ: মাথা ব্যাথা, ঘ্রানশক্তি চলে যাওয়া, মাংসপেশীতে ব্যাথা, কাশি, গলা ব্যাথা, বুকে ব্যাথা।
২. ফ্লু-এর মত উপসর্গ সঙ্গে জ্বর: মাথা ব্যাথা, ঘ্রানশক্তি চলে যাওয়া, কাশি, গলা ব্যাথা, জ্বর, খিদে চলে যাওয়া।
৩. গ্যাসট্রোইনটেসটিনাল: মাথা ব্যাথা, ঘ্রানশক্তি চলে যাওয়া, খিদে চলে যাওয়া, ডায়েরিয়া, গলা ব্যাথা, বুকে ব্যাথা, কাশি নেই।
৪. চরম অসুস্থতা, লেভেল ১: খিদে চলে যাওয়া, মাথা ব্যাথা, কাশি, বুকে ব্যাথা, জ্বর।
৫. চরম অসুস্থতা, লেভেল ২: মাথা ব্যাথা, ঘ্রানশক্তি চলে যাওয়া, খিদে চলে যাওয়া, কাশি, , জ্বর, গলা ব্যাথা
৬. চরম অসুস্থতা, লেভেল ৩: মাথা ব্যাথা, ঘ্রানশক্তি চলে যাওয়া, খিদে চলে যাওয়া, কাশি, , জ্বর, গলা ব্যাথা, মাংসপেশীতে ব্যাথা,, ডায়েরিয়া, পেটে ব্যাথা, শ্বাসকষ্ট।
শুধুমাত্র ৪, ৫ ও ৬ নম্বর ক্ষেত্রে অবশ্যই হাসপাতালে যেতে হবে। সূত্র: কলকাতা ২৪