ভ্লাদিমির পুতিনের সরকারের মদতে রুশ হ্যাকারদের একটি দল তাদের পরীক্ষাগার থেকে কোভিড-১৯-এর ভ্যাকসিন সংক্রান্ত তথ্য চুরির চেষ্টা চালাচ্ছে বলে দিন কয়েক আগে অভিযোগ করেছিল ব্রিটেন। তাতে সায় দেয় কানাডা ও আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলিও।
তবে সেই অভিযোগ সরাসরি অস্বীকার করল রাশিয়া। ব্রিটেনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন একটি ব্রিটিশ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন।
গত বৃহস্পতিবার ব্রিটেনের ‘ন্যাশনাল সাইবার সিকিয়োরিটি সেন্টার’ দাবি করে, তাদের ভ্যাকসিন গবেষণায় ব্যাঘাত ঘটাতে তৎপরতা বাড়াচ্ছে রুশ হ্যাকারেরা। ‘এপিটি২৯’ ওরফে ‘কোজ়ি বেয়ার’ ওরফে ‘দ্য ডিউকস’ নামে ওই দলটির পিছনে রুশ সরকারের সরাসরি মদত রয়েছে বলেও অভিযোগ করেন ব্রিটেন, আমেরিকা ও কানাডার গোয়েন্দারা। তবে হ্যাকারদের হাতে কোনও তথ্য পৌঁছে গিয়েছে কি না, তা তখন স্পষ্ট করেনি ব্রিটিশ সরকার। অভিযোগ ভুয়ো বলে দাবি করেছে রুশ সরকার। সূত্র: আনন্দবাজার