1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
পুরোপুরি সফল হওয়ার পর অক্সফোর্ডের টিকার ক্লিনিকাল ট্রায়াল হবে ভারতে
ঢাকা বুধবার, ২১ মে ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন

পুরোপুরি সফল হওয়ার পর অক্সফোর্ডের টিকার ক্লিনিকাল ট্রায়াল হবে ভারতে

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

একই সঙ্গে করোনা ভাইরাসের দুইটি ভ্যাকসিনের ট্রায়াল শুরু হতে চলেছে ভারতে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় করোনার যে ভ্যাকসিন আবিষ্কার করেছে, তার দ্বিতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল হবে ভারতে। একই সঙ্গে দেশের বিজ্ঞানীরা যে টিকা তৈরি করেছেন, তারও ট্রায়াল শুরু হবে কিছু দিনের মধ্যেই। দেশীয় টিকার পরীক্ষা দিল্লির এইমসেও হবে।

ভারতীয় সময় সোমবার রাতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোভিড টিকার বিষয়ে বড়সড় সাফল্য দাবি করে। তাদের বক্তব্য, তাদের তৈরি টিকা এজেডডি ১২২২ ক্লিনিকাল ট্রায়ালের প্রথম পর্যায়ে সফল ভাবে উত্তীর্ণ হয়েছে। গত এপ্রিল মাসে প্রথম এই টিকার ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়। চীন, অ্যামেরিকা সহ বেশ কিছু দেশে এক হাজার ৭৭ জনের উপর এই টিকা পরীক্ষামূলক ভাবে ব্যবহার করা হয়।

বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রথম পর্যায়ের সেই পরীক্ষা সফল হয়েছে। টিকায় সামান্য কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে বলে তাঁদের মনে হয়েছে। পরবর্তী পরীক্ষার আগে তা ঠিক করে নেওয়া হবে। এর মধ্যেই যাঁদের উপর টিকার প্রয়োগ হয়েছে সাধারণ প্যারাসিটামল খেলেই তাঁদের পার্শ্বপ্রতিক্রিয়া কেটে যাবে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার অক্সফোর্ডের বিজ্ঞানীরা প্রথম পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল সফল ঘোষণা করার পরেই বড় আকারে এর উৎপাদন কবে থেকে শুরু হবে, তা নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রকের সূত্র জানাচ্ছে, বরিস জনসনের সরকার ইতিমধ্যেই ১০ কোটি টিকা তৈরির বরাত দিয়ে দিয়েছে।

ভারতের যে সংস্থার সঙ্গে অক্সফোর্ড চুক্তিবদ্ধ, সেই সিরাম ইনস্টিটিউটও এপ্রিল মাসে জানিয়েছিল সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকেই যাতে বাজারে টিকা পাওয়া যায় তার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে তারা। সোমবার অক্সফোর্ডের ঘোষণার পরে সিরাম ইনস্টিটিউটের অধিকর্তা আদার পুনাওয়ালা জানিয়েছেন, ”আমরা অত্যন্ত খুশি। ভারতে এই ভ্যাক্সিন পরীক্ষা করার জন্য লাইসেন্সের আবেদন করেছি আমরা। লাইসেন্স পেলে দ্বিতীয় পর্যায়ে মাস স্কেলে ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়ে যাবে। একই সঙ্গে টিকার উৎপাদনও শুরু করে দেওয়া হবে।” সূত্র: ডয়েচে ভেলে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

সাকিবকে ২ কোটি ২৬ লাখ টাকা জরিমানা

বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

রবিবার, ৪ মে, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.