আদালতের আদেশের পর জাদুঘর থেকে মসজিদের রূপান্তরিত হওয়া ঐতিহাসিক স্থাপনা হায়া সোফিয়ায় প্রথমবারের মতো প্রায় এক হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন।
শুক্রবার নিরাপত্তা বেষ্টনী পার হয়ে মুসলিম ধর্মাবলম্বীরা এর অভ্যন্তরে নামাজ আদায় করেন। এতে অংশ নেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ সময় তিনি বলেন, হায়া সোফিয়া এখন থেকে সব মুসলিম, অমুসলিম এবং পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে।
প্রায় দেড় হাজার বছর আগে প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক স্থাপনাটি ১৪৫৩ সালে অটোমান শাসকরা মসজিদে রূপান্তর করেন। পরবর্তীতে এটি যাদুঘর হিসেবে ব্যবহৃত হতো।
নিউজ ডেস্ক/বিজয় টিভি