জার্মানি থেকে প্রায় ১২ হাজার সেনা প্রত্যাহারের পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার।
যুক্তরাষ্ট্রের ৩৬ হাজার সেনার বিশাল একটি দল জার্মানিতে রয়েছে। তাদের তিন ভাগের এক ভাগ প্রত্যাহারের কথা জানায় প্রেসিডেন্ট ট্রাম্প। তবে জার্মানি থেকে এই সেনা সরিয়ে নিলে রাশিয়ার তুলনায় যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
জার্মানি থেকে এসব সেনা অন্য কোনো দেশ বা অঞ্চলে সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের কয়েক বিলিয়ন ডলার ব্যয় হতে পারে এবং পুরো প্রক্রিয়া শেষ হতে কয়েক বছর লেগে যেতে পারে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি