করোনাভাইরাসের প্রভাব কয়েক দশক ধরে অনুভূত হবে বলে ভবিষ্যদ্বাণী করে এ ভাইরাস নিয়েই সবাইকে বাঁচতে শেখার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস।
শুক্রবার তিনি বলেন, ‘বিশ্বের বেশির ভাগ মানুষ এ ভাইরাসের প্রতি সংবেদনশীল রয়েছেন, এমনকি যেসব অঞ্চলে এর প্রকোপ বেশি হয়েছে সেখানেও।’
‘যদিও ভ্যাকসিন তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে, তারপরও আমাদের অবশ্যই এ ভাইরাস নিয়ে বাঁচতে শিখতে হবে এবং আমাদের যা আছে তা নিয়েই লড়াই করতে হবে,’ যোগ করেন ডব্লিউএইচও প্রধান। সূত্র: ইউএনবি