1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
করোনা ভাইরাস: মহামারি মোকাবিলায় কোনো ‘জাদুর কাঠি’ নেই: হু প্রধান
ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

করোনা ভাইরাস: মহামারি মোকাবিলায় কোনো ‘জাদুর কাঠি’ নেই: হু প্রধান

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৫৭ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস সোমবার সতর্ক করে দিয়ে বলেছেন যে কোভিড-১৯ মহামরি প্রতিরোধে ভ্যাকসিন তৈরির জন্য কোনো ‘জাদুর কাঠি’ নেই এবং হয়ত কখনও তা পাওয়া যাবেও না।

ইউএন নিউজের প্রতিবেদন অনুযায়ী, জেনেভায় নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘বেশ কয়েকটি ভ্যাকসিন এখন তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে এবং আমরা সবাই আশা করি যে তার মধ্যেই কিছু কার্যকর ভ্যাকসিন আছে যা মানুষকে করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা করতে পারে।’

তবে, এ মুহূর্তে কোনো ‘জাদুর কাঠি’ নেই এবং তা হয়ত কখনও পাওয়া যাবেও না, বলেন টেড্রোস।

তিনি বলেন, ‘জনগণ ও সরকারকে দেয়া প্রতিটি বার্তা স্পষ্ট। এগুলো অনুসরণ করুন এবং কোভিড-১৯ নিয়ন্ত্রণে থাকলেও তা মেনে চলুন।’

ডব্লিউএইচও মহাপরিচালক সব দেশের সব জাতিকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখ, হাত ধোয়া এবং করোনা পরীক্ষাসহ স্বাস্থ্যবিধিগুলো কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আপাতত, করোনার প্রকোপ নিয়ন্ত্রণ করার বিষয়গুলো এখন জনস্বাস্থ্য এবং রোগ নিয়ন্ত্রণের মূল বিষয়ে নেমে এসেছে। রোগীদের পরীক্ষা করা, আইসোলেশনে রাখা, চিকিৎসাসেবা দেয়া এবং আক্রান্তদের চিহ্নিত করা ও আলাদা করার ব্যবস্থা করতে হবে। এগুলোর সবই করতে হবে।’

‘সম্প্রদায়গুলোকে এ বিষয়ে অবহিত করুন, ক্ষমতায়িত করুন এবং তাদের কথা শুনুন। যার সবগুলোই করতে হবে,’ যোগ করেন তিনি।

কোভিড-১৯ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কমিটির শুক্রবারের বৈঠকে বর্তমান করোনাভাইরাস মহামারি পরিস্থিতিকে ‘বিস্ময়কর মুহূর্ত’ বলে অভিহিত করেন এর প্রধান টেড্রোস।

তিনি বলেন, তিন মাস আগে কমিটি যখন জেনেভাতে সভা করেছিল তখন ৩০ লাখ কোভিড-১৯ আক্রান্ত ছিল এবং দুই লাখেও বেশি লোকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। তারপর থেকে এখন আক্রান্তের সংখ্যা পাঁচ গুণ বেড়ে এক কোটি ৭৫ লাখে দাঁড়িয়েছে এবং মৃত্যুর সংখ্যা তিনগুণের চেয়ে বেশি বেড়ে হয়েছে ৬ লাখ ৮০ হাজার। সূত্র: ইউএনবি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

এবারের উৎসব ঢাকায় কাটল: পূজা চেরী

শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা

বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

মহানবমী আজ, মণ্ডপে বিদায়ের সুর

বুধবার, ১ অক্টোবর, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.