জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুসারে শনিবার সকালে বিশ্বজুড়ে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ২ কোটি ১১ লাখ ৫৯ হাজার ৭৩০ জনে পৌঁছেছে,।
এছাড়া, সিএসএসইর তথ্য অনুসারে বিশ্বব্যাপী করোনভাইরাসে ৭ লাখ ৬৪ হাজার ৬৮৩ জনের মৃত্যু হয়েছে।
করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে ৫৩ লাখ ১৩ হাজার ৫৫ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১ লাখ ৬৮ হাজার ৪৪৮ জন।
দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে করোনায় ৩২ লাখ ২৪ হাজার ৮৭৬ জন আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫ হাজার ৪৬৩ জন মারা গেছেন। এরপরে ভারতে ২৪ লাখের বেশি আক্রান্ত আছেন। সূত্র: ইউএনবি