জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩১ লাখ ৮ হাজার ৪১৬ জন।
সেই সাথে ভাইরাসটির কারণে সারা বিশ্বে এখন পর্যন্ত লাখ ২ হাজার ৬০০ জনের মৃত্যু হয়েছে।
তথ্য আরও দেখা যায় যে ভাইরাসের কবল থেকে ইতোমধ্যে সেরে উঠেছেন ১ কোটি ৪৬ লাখের অধিক মানুষ।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা প্রায় ৫৮ লাখ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন ৫৭ লাখ ৯৬ হাজার ৭২৭ জন এবং তাদের মধ্যে মারা গেছেন ১ লাখ ৭৯ হাজার ২০০ জন।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রই করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। সেখানে বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে।
অন্যদিকে, ভারতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৯২৮ জন। দেশটিতে রয়েছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। সেখানে মহামারি শুরু হওয়ার পর থেকে শনাক্ত হয়েছেন ২৯ লাখের অধিক রোগী।
দক্ষিণ আমেরিকার ব্রাজিল দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ। সেখানে নিশ্চিতভাবে ৩৫ লাখ ৩৬ হাজার ৪৮৮ জন আক্রান্ত এবং ১ লাখ ১৩ হাজার ৪৫৪ জন মারা গেছেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি