করোনা সংক্রমণ এড়াতে ১২ বছরের বেশি বয়সী শিশুদের অবশ্যই মাস্ক পরার নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ।
জাতিসংঘের স্বাস্থ্য ও শিশু তহবিল বিষয়ক সংস্থা দুটি শনিবার এ নির্দেশনা দেয়। তবে ৬ থেকে ১১ বছরের মধ্যে পরিস্থিতি ও ঝুঁকি অনুযায়ী মাস্ক পরার কথা বলা হয়েছে নির্দেশনায়। আর ৫ বা তার কম বয়সীদের মাস্ক পরার দরকার নেই বলে জানিয়েছে সংস্থা দু’টি। এদিকে, করোনায় বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩৪ লাখ ছাড়িয়েছে আর এ পর্যন্ত মারা গেছেন ৮ লাখ ৯ হাজারের বেশি মানুষ।