ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সর্বোচ্চ ৭৫ হাজার ৯৯৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে আর এসময় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৭ জন।
এর ফলে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৩ লাখ ১৫ হাজারের বেশি। তাদের মধ্যে ২৫ লাখ ২৫ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬ হাজার ১৩ জন।
দেশটিতে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ৪ আগস্ট থেকে প্রতিদিন বিশ্বে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে ভারতে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি