আরও এক বার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হিংসায় মদত দেওয়ার অভিযোগ আনলেন আগামী নির্বাচনে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেন। কাল পিটসবার্গের নির্বাচনী সভায় মার্কিন প্রেসিডেন্টকে ‘বিষাক্ত’ বলেও উল্লেখ করেন বাইডেন। তাঁর কথায়, ‘‘গোটা দেশে আগুন জ্বলছে। আর উনি প্রেসিডেন্ট হিসেবে সেটা বন্ধ করার চেষ্টা না করে তা আরও বেশি করে জ্বলার ইন্ধন দিচ্ছেন।’’
গত কয়েক সপ্তাহ ধরেই বর্ণবিদ্বেষ-বিরোধী সমাবেশ-মিছিলে উত্তাল বেশ কয়েকটি মার্কিন শহর। গোটাটাই শান্তিপূর্ণ ভাবে করা হচ্ছে বলে কৃষ্ণাঙ্গ বিক্ষোভকারীরা দাবি করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের বিরুদ্ধে দাঙ্গা, লুটতরাজ আর নৈরাজ্যের অভিযোগ এনেছেন। কৃষ্ণাঙ্গ বিক্ষোভকারীদের রুখে দেওয়ার যে চেষ্টা শ্বেতাঙ্গরা করছেন, তাকেও সমর্থন জানিয়েছেন। ট্রাম্পের ভাষায় বিক্ষোভ রুখে দেওয়া এই নাগরিকেরাই প্রকৃত দেশপ্রেমী। অথচ ট্রাম্প সমর্থকের হাতেই কেনোশা ও পোর্টল্যান্ডের মতো শহরে কৃষ্ণাঙ্গ বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনা ঘটেছে। সূত্র: আনন্দবাজার