ভারতের তামিলনাডুতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, শুক্রবার চেন্নাই থেকে ১৯০ কিলোমিটার দূরে কুদ্দালোরে এ ঘটনা ঘটে। কারখানাটি লাইসেন্সপ্রাপ্ত ছিল। দিওয়ালি উৎসব উপলক্ষে ওই কারখানায় আতশবাজি উৎপাদনের কাজ চলছিল।
তবে, তারা দেশীয় বোমা তৈরি করছিল কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ। নিহতদের মধ্যে আটজনই শ্রমিক। এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি