জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের দেয়া তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৮ লাখ ৭৮ হাজার ৯৬৩ জনে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ২ কোটি ৬৭ লাখ ৯৫ হাজার ৭০৮ জন।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪০ লাখ ৯১ হাজার ৮০১ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ২৫ হাজার ৫৮৪ জনের।
এদিকে সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৪০ লাখ ২৩ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয়েছে ৬৯ হাজার ৬৩৫ জনের।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত প্রায় ৬৪ লাখ করোনা রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৮২ হাজার ১১১ জন।
নিউযজ ডেস্ক/বিজয় টিভি