করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা নয় লাখের কাছাকাছি পৌঁছেছে। জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট লাখ ৯৬ হাজারের বেশি।
সেই সাথে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৭৫ লাখের কাছাকাছি।
ইতোমধ্যে এক কোটি ৯৬ লাখের কাছাকাছি মানুষ করোনা থেকে সেরে ওঠেছেন বলে ওয়ার্ল্ডোমিটারের তথ্যে দেখা গেছে।
মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে ৬৪ লাখ ৮৫ হাজারের বেশি আক্রান্ত এবং তাদের মধ্যে মারা গেছেন এক লাখ ৯৩ হাজার ৫৩৪ জন, যা বিশ্বের মোট মৃত্যুর এক-পঞ্চমাংশের বেশি।
আক্রান্ত বিবেচনায় মহামারিতে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সোমবার উঠে এসেছে ভারত। সেখানে ৪২ লাখ ৮৪ হাজার ১০৩ জন আক্রান্ত এবং ৭২ হাজার ৮৪৩ জন মারা গেছেন।
এদিকে, তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ৪১ লাখ ৪৭ হাজার ৭৯৪ জন আক্রান্ত এবং এক লাখ ২৭ হাজার ১ জন মারা গেছেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি