জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের দেয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ৮ হাজার।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮০ লাখ ২৫ হাজারের বেশি মানুষ।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৫ লাখ ৪৯ হাজার ৪৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ১ লাখ ৯৫ হাজার ২৩৯ জন।
এদিকে, সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে করোনা রোগীর সংখ্যা ৪৪ লাখ ৬৮ হাজার ৮৬৩ জন এবং মৃত্যু হয়েছে ৭৫ হাজার ৯১ জনের।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৯৯ হাজার ৩৩২ জন মানুষ এবং মৃত্যু হয়েছে এক লাখ ২৮ হাজার ৬৫৩ জনের।
নিউজ ডেস্ক/বিজয় টিভি