ভারতে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বুধবার ৫০ লাখ ছাড়িয়ে গেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আরও ৯০ হাজার ১২৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্তের মধ্য দিয়ে ভারতে এ সংখ্যা পৌঁছেছে ৫০ লাখ ২০ হাজার ৩৫৯ জনে। যা দেশের মোট জনসংখ্যার তুলনায় ০.৩৫ শতাংশ।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ১ হাজার ২৯০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-১৯ আক্রান্ত হয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ হাজার ৬৬ জনে।
ভারতে গত ১১ সেপ্টেম্বর এক দিনে সর্বোচ্চ ৯৭ হাজার ৫৭০ জন করোনা রোগী শনাক্ত হয় এবং চলতি মাসেই দেশটিতে ১০ লাখের বেশি কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সূত্র: ইউএনবি