ভারতে করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রায় ৩০টি ভ্যাকসিন উন্নয়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে বলে শুক্রবার জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মতে, ৩০টি ভ্যাকসিনের মধ্যে তিনটি অগ্রবর্তী পর্যায়ে রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ভারতীয় সংসদে বলেন, ‘জাতীয়ভাবে ৩০টি কোভিড-১৯ ভ্যাকসিনের উন্নয়ন চলছে। এ ভ্যাকসিনগুলো প্রি-ক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল উন্নয়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে, যার মধ্যে তিনটি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে এবং চারটি প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে রয়েছে।’
মন্ত্রী জানান, করোনার একটি ভ্যাকসিন আগামী বছরের শুরুতেই পাওয়া যেতে পারে।
উচ্চ পর্যায়ের একটি বিশেষজ্ঞ দল ভ্যাকসিন বিতরণ এবং এ সম্পর্কিত বিষয়গুলো খতিয়ে দেখছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। সূত্র: ইউএনবি