থাইল্যান্ডে রাজনৈতিক আমূল সংস্কারের দাবি জানিয়ে বিক্ষোভে নেমেছেন দেশটির কয়েক হাজার মানুষ। গতকাল রাজধানী ব্যাংককে রাজতন্ত্রের শাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন বিক্ষুব্ধরা।
আন্দোলনকারীদের বরাতে বিবিসি জানায়, প্রতিবাদকারীরা সারারাত বাইরে অবস্থান করেন। আজ মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের দিকে যাওয়ার পরিকল্পনা করেছে তারা।
গত জুলাই থেকেই থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। তবে, শনিবারের বিক্ষোভ দেশটির ইতিহাসে সবচেয়ে বড় বলে জানিয়েছে থাই গণমাধ্যম। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে প্রায় ৬’শ পুলিশ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি