অস্ট্রেলিয়ার তাসমানিয়ায় বালুচরে আটকে গেছে ২৭০টির মতো তিমি। ইতিমধ্যে মারা গেছে ৯০টি, এ মৃত্যুর সংখ্যা আরও বড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।
বিবিসি জানায়, দ্বীপটির পশ্চিম উপকূলে তিমিদের আটকে পড়ার ঘটনা সোমবার চোখে পড়ে। পাইলট তিমির ঝাঁকটিকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন সামুদ্রিক জীববিজ্ঞানীরা। তবে কী কারণে তিমিগুলো তীরে চলে এসেছে, তা জানা যায়নি।
এদিকে, অধিকাংশ তিমি অপেক্ষাকৃত দুর্গম স্থানে থাকায় উদ্ধারকর্মীদের জন্য বিষয়টি চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এ প্রাণীগুলোকে যন্ত্রের মাধ্যমে ঠেলে বালুচর থেকে গভীর পানিতে নেওয়ার চেষ্টা করছেন তারা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি