চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা চললেও ইউরোপে করোনা-আক্রান্তদের উপরে এখনও প্রতিষেধক প্রয়োগের অনুমতি দেওয়া হয়নি। তবে দ্রুত অনুমোদন পাওয়ার জন্য ভ্যাকসিন প্রস্তুতকারক ও নিয়ন্ত্রক সংস্থাগুলির মধ্যে আলোচনা চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, বিশ্বে শেষ পর্যায়ের ট্রায়াল চলছে ৩৮টি প্রতিষেধকের। ইউরোপীয় ইউনিয়নের আইন প্রণেতারা জানিয়েছেন, ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি-র ছাড়পত্র না-পাওয়া পর্যন্ত ইউরোপের দেশগুলিতে ওই প্রতিষেধক প্রয়োগ করা যাবে না।
আক্রান্তের নিরিখে বিশ্বে এখনও এক নম্বরে আমেরিকাই। এরই মধ্যে এক নির্দেশিকা ঘিরে বিতর্কে জড়িয়েছে মার্কিন সেন্টার্স ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। গত শুক্রবার এক নির্দেশিকায় তারা জানিয়েছিল, ছোট ছোট কণার মাধ্যমে বায়ুবাহিত হয়ে করোনাভাইরাস ৬ ফুটের বেশি দূর পর্যন্ত ছড়াতে পারে। সোমবার হঠাৎই এই নির্দেশিকা সরিয়ে দেয় সংস্থাটি।
এরই মধ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে ফের নতুন করে কড়াকড়ি করছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী ৬ মাস পাব ও রেস্তরাঁগুলিতে রাত ১০টা থেকে কার্ফু জারি থাকবে। তবে বিশ্বে মৃত্যুর গ্রাফ কিছুটা নিম্নগামী বলে জানিয়েছে হু। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ১৬ শতাংশ কম ছিল করোনা-মৃত্যু। সূত্র: আনন্দবাজার