করোনাভাইরাস সংক্রমণের প্রথম ধাক্কা বেশ ভালোভাবেই সামাল দিয়েছিলো ইউরোপীয় দেশগুলো। সংক্রমণ ও মৃত্যুহার দুইই নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসেছিল যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। কিন্তু শীতের আগে অঞ্চলটিতে আবারো করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে।
ইউরোপজুড়ে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে করোনার দ্বিতীয় ঢেউ সন্নিকটে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, অফিস আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা এবং স্বাস্থ্যবিধি না মানা ও শীতের কারণে এ পরিস্থির সৃষ্টি হয়েছে।
ইউরোপীয় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ দপ্তর নতুন করে অধিকহারে সংক্রমিত হওয়ার তথ্য দিয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী, এ তালিকার শীর্ষে রয়েছে স্পেন। এছাড়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, মাল্টা, রোমানিয়া ও ফ্রান্সে মৃত্যুহার বাড়ছে নতুন করে।
তথ্যমতে, গত এক সপ্তাহে যুক্তরাজ্য ও ইইউভুক্ত দেশগুলোয় দিনে নতুন সংক্রমণ হার বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজারে। শুধু তাই নয়, ৭২ দিন মৃত্যুহার স্থিতিশীল থাকার পর তা আবার বাড়তে শুরু করেছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউয়ের কথা উল্লেখ করে দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।
করোনার ‘দ্বিতীয় ঢেউ’ প্রতিরোধে জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশ নতুন করে কড়াকড়ি আরোপ করছে। এমনকি, করোনা শনাক্তকরণ পরীক্ষাও বাড়ানো হয়েছে ইউরোপের দেশগুলোতে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি