অভিবাসন প্রত্যাশীদের নিয়ে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় তিনজনের মরদেহের সন্ধান পাওয়া গেছে।
ত্রিপোলির পূর্বাঞ্চলের এলাকা জিলটেন থেকে বুধবার সন্ধ্যায় নৌকাটি যাত্রা শুরু করে। বৃহস্পতিবার লিবিয়ার জেলেরা নৌকাটিকে দেখতে পায়। দুর্ঘটনার পর ২২ জনকে জীবিত উদ্ধার করা হয় যার মধ্যে বাংলাদেশ, মিশর, সিরিয়া, সোমালিয়া ও ঘানার নাগরিকরা রয়েছেন।
এ ঘটনায় আরও ১৩ জন নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে তারা কেউই বেঁচে নেই। দেশটির কোস্ট গার্ড জানায়, তারা উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি