মার্কিন সুপ্রিম কোর্টের নতুন বিচারক হিসেবে রক্ষণশীল বিচারপতি অ্যামি কনি ব্যারেটকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
স্থানীয় সময় শনিবার হোয়াইট হাউজে এ ঘোষণা দেন ট্রাম্প। এ সময় অ্যামিকে অতুলনীয় নারী হিসেবে বর্ণনা করেন তিনি। ব্যারেটের নিয়োগ সিনেটের ভোটে নিশ্চিত হলে তিনিই প্রয়াত বিচারপতি রুথ ব্যাডার গিন্সবার্গের স্থলাভিষিক্ত হবেন।
৪৮ বছর বয়সী অ্যামি হবেন প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক নিয়োগ পাওয়া তৃতীয় বিচারক। এর আগে ২০১৭ সালে নেইল গরসাচ ও ২০১৮ সালে ব্রেট কাভানফকে বিচারক হিসেবে নিয়োগ দেন ট্রাম্প।
নিউজ ডেস্ক/বিজয় টিভি