যুক্তরাজ্যের লন্ডনে লকডাউনসহ করোনার নানা বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।
স্থানীয় সময় শনিবার দুপুর থেকে লন্ডনের ট্রাফালগার স্কয়ারে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করলেও পুলিশের বিরুদ্ধে বাধা দেয়ার অভিযোগ তুলেছেন তারা।
এদিকে, সামাজিক দূরত্ব না মানায় তাদের সেখান থেকে সরিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে লন্ডনের মেট্রোপলিটান পুলিশ। পরে হাইড পার্কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এসময় পুলিশি বাধার মুখে দুপক্ষের ব্যাপক সংঘর্ষ হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি