চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি কয়লা খনিতে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে মারা গেছেন ১৬ জন শ্রমিক। এছাড়া একজনকে জীবিত উদ্ধার করা গেছে।
চীনা কর্তৃপক্ষের বরাতে স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
উদ্ধারকর্মীদের দাবি, ভূ-গর্ভে কার্বন মনোক্সাইড ছড়িয়ে পড়লে আটকা পড়েন ১৭ খনি শ্রমিক। একজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়া হলেও, বাকিদের জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে গত বছরের ডিসেম্বরেও গুইঝো প্রদেশে গ্যাস বিস্ফোরণে খনিতে মারা যান ১৪ শ্রমিক। দেশটিতে দুর্বল সুরক্ষা ব্যবস্থা এবং বিধিমালার কারণেই হয় খনি দুর্ঘটনা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি