দেশের সব দূতাবাসগুলিতে সুরক্ষা দেয়ার ঘোষণার মাত্র কয়েকঘণ্টার মধ্যেই ইরাকের কুর্দিস্তানে মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে।
বুধবার দেশটির এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে কাছে কমপক্ষে ছয়টি রকেট আঘাত হানে। বিমানবন্দরের সঙ্গে একটি সামরিক ঘাঁটিতে তিনটি রকেট হামলা হয়েছে বলেও এক মার্কিন সেনা কর্মকর্তা জানিয়েছেন।
বাকি তিনটি রকেট হামলা হয় ঘাঁটির বাইরে। তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নিনেভেহ প্রদেশের শিয়া মিলিশিয়া গোষ্ঠী হাশাদ আল শাব্বি নিয়ন্ত্রিত একটি গ্রাম থেকে রকেটগুলো ছোঁড়া হয়েছে বলে দাবি করেছে কুর্দিস্তান কর্তৃপক্ষ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি