ভারত-পাকিস্তানের কাশ্মীর সীমান্তে ফের উত্তেজনার তৈরি হয়েছে। ভারত অভিযোগ করেছে, সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানের এলোপাতাড়ি গুলিতে এক ভারতীয় সেনা নিহত ও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোররাতে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাটি সেক্টরে এ ঘটনা ঘটে। অবশ্য পাল্টা জবাব দেয়ার কথাও জানিয়েছে ভারতীয় বাহিনী। নিহত সেনার নাম ল্যান্স নাইক কর্নেল সিং।
আর আহত হয়েছেন রাইফেলম্যান বীরেন্দ্র সিং। গুরুতর অবস্থায় তাকে রাজৌরির সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হামলার বিষয়ে পাকিস্তান কোনো মন্তব্য করেনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি