যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি অত্যাধুনিক যুদ্ধবিমান মাঝ আকাশে বিধ্বস্ত হয়েছে।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইম্পেরিয়াল কাউন্টিতে একটি ট্যাঙ্কার বিমান থেকে জ্বালানি নেয়ার সময় এফ-৩৫বি যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনীর মেরিন ইউনিট।
মার্কিন থার্ড মেরিন এয়ারক্রাফট উইং এক বিবৃতিতে জানায়, অত্যাধুনিক এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হলেও তার পাইলট বের হয়ে আসেন। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও জানায় কর্তৃপক্ষ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি