বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ হিসেবে ভারতে করোনার ব্যাপক সংক্রমণ ও মৃত্যু হবে- এমনটা আগেই অনুমান করেছিলেন বিশেষজ্ঞরা। সতর্কও করেছিল দেশটিকে। কিন্তু শেষ পর্যন্ত সব পরিসংখ্যান ছাড়িয়ে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।
সেপ্টেম্বরের শুরু থেকে দেশটিতে সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করে। মোট আক্রান্তের ৪১ শতাংশ সংক্রমিত হয়েছে এ মাসেই। মৃত্যুতেও এ সময়টা ছিল ভয়াবহ।
দেশটিতে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশসহ বেশ কয়েকটি রাজ্য। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছে ৬৪ লাখ ৭৩ হাজারের বেশি। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৮৭৫ জনের।
নিউজ ডেস্ক/বিজয় টিভি