ইউরোপে করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্পেনের রাজধানী মাদ্রিদের অংশবিশেষে লকডাউন আরোপ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে।
করোনার উদ্বেগজনক পরিস্থিতির কথা উল্লেখ করে তা মোকাবিলায় বিভিন্ন দেশ সমস্যার সম্মুখীন হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস। শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এখন প্রতি সপ্তাহে ২০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন।
জরিপসংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বিশ্বে ৩ কোটি ৪৮ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃতের সংখ্যা ১০ লাখ ৩৩ হাজার ছাড়িয়েছে। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় ২ কোটি ৫৯ লাখ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি