কিরগিজস্তানের সংসদীয় নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে তা বাতিলের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
রোববারের নির্বাচনের পর সোমবার দেশটির রাজধানী বিশকেকসহ কয়েকটি বড় শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা সংসদ ভবনে ঢুকে ধাক্কা দিয়ে মূল প্রবেশদ্বার খোলারও চেষ্টা করে।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে পুলিশ। বিক্ষোভে এ পর্যন্ত ১২০ জন আহত হওযার খবর পাওয়া গেছে, যার অর্ধেকই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশটির এবারের নির্বাচনে ১৬টি রাজনৈতিক দল অংশ নেয়। এর মধ্যে কেবল চারটি দল পার্লামেন্টে আসন পাওয়ার শর্ত পূরণ করেছে। যার তিনটিই প্রেসিডেন্টের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও নির্বাচনে অনিয়মের অভিযোগ করেছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি