ইয়েমেনের বন্দরনগরী হুদাইদাতে গত ২৪ ঘন্টায় সরকারের অনুগত বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে অন্তত বেসামরিক নাগরিকসহ ১৪৯ জন নিহত হয়েছে।
সোমবার হুদাইদার এক সামরিক সূত্র ইয়েমেনের প্রধান বন্দর নগরীতে এই সংঘর্ষে সাত বেসামরিক লোকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে।
হুদাইদার হাসপাতালের চিকিৎসাকর্মীরা জানায়, গতরাতে ১১০ হুতি বিদ্রোহী ও সরকারের অনুগত ৩২ যোদ্ধা নিহত হয়েছে।
ইয়েমেনের সরকার ও সৌদি জোট সমর্থিত সামরিক জোটের একটি সূত্র জানায়, লোহিত সাগর উপকূলবর্তী হুদাইদা বন্দরের অগ্রসর হতে হুতি বিদ্রোহীরা ব্যাপক হামলা চালায়। যা দিয়ে গুরুত্বপূর্ণ খাদ্য সামগ্রী আমদানি হয়। এখানে যুদ্ধ চলার কারণে দেশটির এক কোটি ৪০ লাখ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়ছে।
১২ দিন আগে আগ্রাসী বাহিনী হুদাইদা বন্দর দখলের জন্য ভয়াবহ হামলা শুরু। এ বন্দর হচ্ছে ইয়েমেনি হুতি যোদ্ধাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এ বন্দর দিয়েই বাহির্বিশ্ব থেকে সামান্য পরিমাণে ত্রাণ-সামগ্রী আসে।
কিন্তু সৌদি নেতৃত্বাধীন জোট এ বন্দর দখল করে নিয়ে খাদ্য সরবরাহের সব রকমের পথ বন্ধ করে দিতে চাইছে। সৌদি আরব আগেই ইয়েমেনের ওপর সমুদ্র, স্থল ও আকাশ পথের অবরোধ দিয়ে রেখেছে। তবে হুতি যোদ্ধারা একমাত্র হুদাইদা বন্দর সচল রাখতে সক্ষম হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি