করোনা ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সেই সাথে বাড়ছে সংক্রমণের হার। কিন্তু তার পাশাপাশি বাড়ছে সুস্থতার সংখ্যাও।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৯ লাখ ২৫ হাজার ৫১৭ জনে। মৃত্যু হয়েছে ১১ লাখ ৫৪ হাজার ৭৭০ জনের।
এবং সুস্থ হয়েছেন তিন কোটি ১৬ লাখের বেশি মানুষ। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৮৮ লাখ ২৭ হাজার ৯৩২ জন। মৃত্যু হয়েছে দুই লাখ ৩০ হাজার ৬৮ জনের। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।
দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৭৮ লাখ ৬৩ হাজার ৮৯২ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ১৮ হাজার ৫৬৭ জনের।
নিউজ ডেস্ক/বিজয় টিভি