ফ্রান্সের লিয়ন শহরের একটি গির্জার যাজকের ওপর হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন যাজক। হামলাকারী পলাতক রয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) স্থানীয় সময় বিকেল চারটার দিকে এ হামলা চালানো হয়।
পুলিশ জানিয়েছে, যাজককে লক্ষ্য করে দুবার গুলি ছোড়ে হামলাকারী। হামলার পর গ্রিক অর্থোডক্সদের গির্জাটি ঘিরে ফেলে পুলিশ। এর আগে, বৃহস্পতিবার নিস শহরের একটি চার্চে এক নারীসহ তিনজনকে কুপিয়ে হত্যা করে এক তিউনেশীয় যুবক।
এর আগে, ফ্রান্সে আরো সন্ত্রাসী হামলা হতে পারে এমন আশঙ্কায় ৪ হাজার অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। এছাড়া চার্চসহ বিভিন্ন উপাসনালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি