ভারতের কাশ্মীরের শ্রীনগরে বিদ্রোহী গোষ্ঠী হিজবুল মুজাহিদীনের প্রধান ড. সাইফুল্লাহ দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
এক পুলিশ কর্মকর্তার বরাতে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, রোববার (১ নভেম্বর) রাংগ্রেথ এলাকায় হিজবুল সদস্যদের উপস্থিতির কথা গোপন সংবাদে জানতে পেরে দেশটির নিরাপত্তাবাহিনী পুরো এলাকা ঘিরে রাখে এবং তল্লাশি অভিযান শুরু করে। এ সময় হিজবুল সদস্যরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করলেও নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি ছুড়ে। এতে বন্দুকযুদ্ধ শুরু হয়।
ওই কর্মকর্তার দাবি, গুলিবিনিময়ের সময় সাইফুল্লাহ নিহত হন। বন্ধুকযুদ্ধের ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
এ বছরের মে মাসে রিয়াজ নাইকু নিহত হওয়ার পর হিজবুল মুজাহিদীনের দায়িত্ব গ্রহণ করেন সাইফুল্লাহ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি