যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র একদিন বাকি। এরইমধ্যে রোববার (১ নভেম্বর) প্রকাশিত এক জরিপে দেখা গেছে, গুরুত্বপূর্ণ চার রাজ্যে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
রাজ্যগুলো হলো- পেনসিলভানিয়া, ফ্লোরিডা, অ্যারিজোনা ও উইসকনসিন।
এরমধ্যে বাইডেন সবচেয়ে ভালো অবস্থানে রয়েছেন উইসকনসিনে। সেখানে ট্রাম্পের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে আছেন তিনি। অ্যারিজোনা, ফ্লোরিডা ও পেনসিলভানিয়ায় তিনি এগিয়ে রয়েছেন যথাক্রমে ছয়, তিন ও ছয় পয়েন্টে।
জনমত জরিপে ট্রাম্পের চেয়ে বাইডেন এগিয়ে থাকলেও পর্যবেক্ষকরা বলছেন, ট্রাম্পের সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। শেষ মুহূর্তে চমক দেখাতে ট্রাম্পও মরিয়া প্রচারে নেমেছেন।
এদিকে, জো বাইডেনকে একজন দুর্নীতিবাজ রাজনীতিক হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে চীন তাকে কিনে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি