আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলায় শিক্ষার্থীসহ অন্তত ২২ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই শিক্ষার্থী।
গতকাল (সোমবার) নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের কয়েক ঘণ্টা বন্দুকযুদ্ধ হয়। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তিন বন্দুকধারীকে নিহতের পর বন্দুকযুদ্ধ থামে। এক বিবৃতিতে আইএসের আঞ্চলিক গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।
হামলায় আরও অন্তত ২২ জন আহত হয়েছে। মঙ্গলবার এ ঘটনায় জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।
নিউজ ডেস্ক/বিজয় টিভি