যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের মনোনীত প্রার্থী জো বাইডেন বলেছেন, তার জয়ের চূড়ান্ত কোন ঘোষণা নেই। তবে তিনি জিততে চলেছেন।
ডেলওয়্যারে তার নিজ শহর উইলমিংটনে শুক্রবার গভীর রাতে এক বক্তব্যে তিনি বলেন, আমরা এখনও বিজয়ের চূড়ান্ত ঘোষণা পাইনি। কিন্তু ভোটের সংখ্যা বলছে, এটি স্পষ্ট আমরা বিজয়ী হতে চলেছি।
রানিং মেট কমলা হ্যারিসকে সাথে নিয়ে বাইডেন আরো বলেন, কোভিড ১৯ মহামারি, অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও পদ্ধতিগত বর্ণবাদের বিরুদ্ধে কাজ করতে তার পক্ষে এই রায় দেয়া হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি