ক্ষমতা হস্তান্তরে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টালবাহনা করলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে বাইডেন শিবির।
সোমবার বাইডেন শিবিরের একজন কর্মকর্তা একথা জানান। বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেও এখনও পর্যন্ত ক্ষমতা গ্রহণের প্রস্তুতি শুরু হয়নি।
নিয়ম অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবে বাইডেন। তার আগেই বিদায়ী ও আসন্ন প্রশাসনের মধ্যে সমন্বয়ের কাজটি সেরে নেয়ার নিয়ম থাকলেও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও হার না মানায় সমন্বয়ের প্রক্রিয়া শুরু হয়নি।
এদিকে, দায়িত্ব বুঝে নেয়ার আগে করোনা সংক্রমণ ঠেকাতে মার্কিনীদের মাস্ক পরার আহ্বান জানিয়ে নতুন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন বাইডেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি