রাশিয়ার একটি সেনা ঘাঁটিতে এক কর্মকর্তাকে কুড়াল দিয়ে এবং অপর দুই জনকে গুলি চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে দেশটির এক সেনা সদস্যের বিরুদ্ধে।
দক্ষিণাঞ্চলীয় ভরোনেজ শহরের কাছে এক ঘাঁটিতে সোমবার এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত সেনাসদস্য পলাতক রয়েছে। পলাতক সেনা প্রাইভেট অ্যান্তন মাকারোভের খোঁজে তল্লাশি শুরু করেছে দেশটির সেনাবাহিনী।
তদন্তকারীরা ধারণা করছে, এক কর্মকর্তাকে কুড়াল দিয়ে হত্যার পর পিস্তল ছিনিয়ে নিয়ে গুলি ছুড়ে বাকি দুই সেনা সদস্যকে হত্যা করে ওই সেনা সদস্য।
এসময় চতুর্থ আরেক সেনা সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তবে ওই সেনা সদস্য কেন হামলার ঘটনা ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি