যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পারকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার টুইটারে মার্ক এসপারকে বরখাস্ত করার সিদ্ধান্ত জানান ট্রাম্প। একই সঙ্গে এতদিন ধরে কাজের জন্য এস্পারকে ধন্যবাদও জানান তিনি।
ইতিমধ্যে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ক্রিস্টোফার সি মিলারকে মনোনীত করা হয়েছে। মিলার ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালক ছিলেন।
সদ্য অনুষ্ঠিত নির্বাচনে ট্রাম্প হেরে গেলেও খাতা কলমে তিনি এখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রয়েছেন। তার ক্ষমতার মেয়াদ আছে আর মাত্র দুই মাস ১০ দিন। এরইমধ্যে নিজের ক্ষমতার জোরালো অবস্থানের প্রমাণ দিতেই ট্রাম্প এ সিদ্ধান্ত নিয়েছেন বলে বিশ্লেষকরা জানিয়েছেন।
তবে, বেশ কিছুদিন ধরে ট্রাম্পের সাথে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে নিজ থেকেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন এসপার বলে জানা গেছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি