যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশের নেতৃবৃন্দ মঙ্গলবার নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে টেলিফোন করে একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন।
কিন্তু আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও জোর দিয়ে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকবেন।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসন, ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেলসহ আরো বিশ্ব নেতারা বাইডেনকে অভিনন্দন জানিয়ছেন।
এদিকে ডেলওয়ারে বাইডেন সাংবাদিকদের বলেছেন, ‘আমি তাদের জানিয়েছি, আমেরিকা ফিরে এসেছে। আমরা কাজে কর্মে আগের জায়গায় ফিরে যাচ্ছি। আমরিকা আর একা নয়।’
বাইডেনের ট্রানজিশান টিম বলছে, কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণসহ জলবায়ু বিষয়ে তিনি ইউরোপীয় মিত্রদের সাথে কাজ করার পরিকল্পনা করছেন।
এসব বিষয়ে ট্রাম্প মার্কিন মিত্রদের চেয়ে পুরোপুরি ভিন্ন অবস্থানে চলে যান।
এদিকে মার্কিন সংবাদ মাধ্যমগুলো শনিবার বলেছে, বাইডেন বড় বড় রাজ্যগুলোতে ভুমিধস বিজয় অর্জনের পাশাপাশি দেশ্যবাপী পপুলার ভোটেও যথেষ্ট এগিয়ে রয়েছেন। কিন্তু ট্রাম্প পরাজয় স্বীকারে এখনও অস্কীকৃতি জানিয়ে আইনি লড়াইয়ের সিদ্ধান্তে অটল রয়েছেন।
এমনকি বর্তমান আমেরিকান পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও স্পষ্ট করে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পালাবদল মসৃণই হবে।
বাইডেনের ট্রানজিশান টিমকে সহযোগিতা করা হচ্ছে কি-না এমন প্রশ্নের জবাবে পম্পেও এমন কথা বলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি