নাগর্নো-কারাবাখ নিয়ে রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়া শান্তি চুক্তি করায় দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে।
এই চুক্তিকে পরাজয় হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা।
রাজধানী ইয়েরেভানের রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। এমনকি আর্মেনিয়ার সংসদ ভবনে ঢুকেও বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
এসময় বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালায় আন্দোলনকারীরা। মূলত, আজারবাইজানের সঙ্গে যুদ্ধে পরাজয় এড়াতেই আর্মেনিয়া তাদের দখলকৃত অঞ্চল ছেড়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর সে ক্ষোভ থেকেই রাস্তায় নামেন আর্মেনিয়ানরা।
এর আগে, আজারবাইজানের হামলায় ব্যাপক ক্ষতির মুখে শান্তিচুক্তিতে সই করে আর্মেনিয়া। আর সেখানের নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার সেনাবাহিনী আগামী পাঁচ বছর অবস্থান করবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি