মার্কিন নির্বাচনে জর্জিয়া ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন ও রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ব্যবধান খুব কম হওয়ায় ভোট পুনঃগণনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রাজ্যটির ‘সেক্রেটারি অব স্টেট’ ব্রাড রাফেন্সপারগার বুধবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। জর্জিয়ায় ১৬টি ইলেকটোরাল ভোট রয়েছে। সেখানে জো বাইডেন প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে মাত্র ১৪ হাজার ভোট বেশি পেয়েছেন।
ব্রাড জানান, অংকের হিসেবে ভোটের ব্যবধান খুব কম হওয়ায় সব ভোট পুনঃগণনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সপ্তাহ শেষ হওয়ার আগেই ভোট পুনঃগণনার কাজ শুরু করা হবে বলেও জানান তিনি।
এদিকে, পরাজয়ের পর প্রথমবারের মত জনসম্মুখে এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সশস্ত্র বাহিনীর সেনাদের শ্রদ্ধা জানানোর দিবস ‘ভেটারেনস ডেতে’ অংশ নিতে ভার্জিনিয়ার আর্লিংটন সামরিক কবরস্থানে যান ট্রাম্প।
নিউজ ডেস্ক/বিজয় টিভি