মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের বিজয় মেনে নিতে অস্বীকৃতি জানালেও তার দল রিপাবলিকান পার্টির নেতারা মেনে নিতে শুরু করেছেন।
ক্ষমতা গ্রহণের উদ্দেশে ট্রানজিশন টিম গঠনের পর এবার হোয়াইট হাউজের টিম গোছানোর দিকে নজর দিতে শুরু করেছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফল মেনে না নিলেও অন্তত ১০-২০ জন রিপাবলিকান নেতা ইতোমধ্যে বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন।
এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে যে জালিয়াতির অভিযোগ এনেছেন কেন্দ্রীয় নির্বাচনী কর্মকর্তারা তা অস্বীকার করেছেন। তারা জানান, ২০২০ সালের নির্বাচন, যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে সুরক্ষিত নির্বাচন। অন্যদিকে, ট্রাম্পের অভিযোগে সমর্থন দিয়ে রিপাবলিকান দলের সিনিয়র নেতারা মার্কিন গণতন্ত্রকে খাটো করছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
ডেস্ক নিউজ/বিজয় টিভি