মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের বিজয় মেনে নিতে এতদিন অস্বীকার করে আসলেও শেষ পর্যন্ত নিজের অবস্থান বদলানোর ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার, হোয়াইট হাউজের রোজ গার্ডেনে, করোনাভাইরাস টাস্কফোর্স সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, তিনি প্রেসিডেন্ট থাকবেন কিনা তা সময়ই বলে দেবে।
নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে বেশ কিছু অঙ্গরাজ্যে মামলা শুরু করলেও অনেকেই ট্রাম্পের এই ইঙ্গিতকে পরাজয় মেনে নেয়ার আভাষ বলে ধারণা করেছেন।
এদিকে, ১০ দিন পর মার্কিন নির্বাচনের ভোটগণনা শেষ হয়েছে। জর্জিয়ায় ভোট পুনঃগণনায় বাইডেন ও নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প জয়ী হয়েছে। এর ফলে ডেমোক্র্যাটিকদের ইলেকটোরাল ভোটের সংখ্যা এখন ৩০৬ আর রিপাবলিকান ২৩২ এ দাঁড়িয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি