জম্মু-কাশ্মীরের পুলওয়ামেতেই আবারো গ্রেনেড হামলা চালিয়েছে জঙ্গিরা। এ ঘটনায় ৪ জঙ্গি নিহত ও ১২ বেসামরিক নাগরিক আহত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) একটি সিআরপিএফ কনভয় লক্ষ্য করে এ হামলা চালানো হলেও গ্রেনেডটি রাস্তার মাঝখানে বিস্ফোরিত হয়।
এ ঘটনায় ১২ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। যাদের সকলেরই শরীরে স্প্লিনটার ঢুকে গিয়েছে। স্থানীয় হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় তাদের ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, হামলায় সিআরপিএফ জওয়ানদের কোনো ক্ষতি হয়নি। ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং সেনা সদস্যরা আক্রমণকারীদের খোঁজে তল্লাশি শুরু করে। আজ সকালে নিরাপত্তারক্ষীদের গুলিতে চার সন্ত্রাসর মৃত্যু হয়। তবে, কোনো গোষ্ঠী এখনো পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।
ডেস্ক নিউজ/বিজয় টিভি